বাউফলে নার্সিং ইন্সস্টিটিউট ভিত্তি প্রস্তত উদ্বোধন

বাউফলে নার্সিং ইন্সস্টিটিউট ভিত্তি প্রস্তত উদ্বোধন

 দেলোয়ার বাউফল (পটুয়াখালী) :: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত পটুয়াখালীর বাউফলে নার্সিং ইন্সস্টিটিউট এর ভিত্তি প্রস্তত স্থাপনের শুভ উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার বিকালে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ১৭ কোটি ৭০ লক্ষ টাকা ব্যায়ে নার্সিং ইন্সস্টিটিউট ভিত্তি প্রস্তত স্থাপনের শুভ উদ্ধোধন করেন।
প্রধান অতিথি আ স ম ফিরোজ এমপি তার বক্তৃতায় বলেন,বাংলাদেশের মানসকন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অনুযায়ী জেলায় না হয়ে বাউফলে নার্সিং ইন্সস্টিটিউট হতে যাচ্ছে। এটা একমাত্র আ’মীলীগ সরকারের জন্য সম্ভব হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মেয়েরা এখানে লেখাপড়া করতে আসবে এবং গ্রামের মেয়েরা এখানে নার্সিং পড়ার সুযোগ পাবে। এখন আর দূরে যেতে হবে না।
এসময় জেলা স্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর (এইচ ই ডি) নির্বাহী প্রকেীশলী নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, ইউএন’ও জাকির হোসেন,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,প্রশান্ত কুমার সাহা,উপজেলা আ’মীলীগের সহ:সভাপতি সামসুল আলম মিয়া ও উপজেলা আ’মীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম ফারুক , প্রেসক্লাবের সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউক প্রমুখ।